বাসস বিদেশ-৭ : ভারতে মধ্য আকাশে বিমানে আতংক!

126

বাসস বিদেশ-৭
বাসস বিদেশ-বিমান পরিবহন-
ভারতে মধ্য আকাশে বিমানে আতংক!
মুম্বাই, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের মধ্য আকাশে যাত্রীর ভুলে বিমানে বিপত্তি ঘটে। আতংক ছড়ায় সব যাত্রীর মাঝে। বিমানের এক যাত্রী সম্ভবত শৌচাগারে যাওয়ার জন্যে ভুল করে বের হওয়ার দরজা খোলার চেষ্টা করতে গিয়ে এ আতঙ্ক তৈরি করে। এয়ারলাইন ও সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
ওই ব্যক্তি শনিবার গোএয়ারের ফ্লাইটে নয়াদিল্লী থেকে পাটনা যাচ্ছিল। বিমান যখন মধ্য আকাশে তখন তিনি বহির্গমনের দরজা খোলার চেষ্টা করেন।
এ সময় অপর এক যাত্রী দ্রুত এলার্ম বাজালে বিমান ক্র’ুরা এসে তাকে আটক করে।
ওই যাত্রীর বয়স ২০ বছর। এটি তার প্রথম বিমান ভ্রমণ।
বিমান বন্দরের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কোলকাতার টেলিগ্রাফ পত্রিকা জানায়, যখন অন্য যাত্রীরা তার কাছে জানতে চায় যে সে কি করছে? জবাবে ওই যাত্রী জানান, শৌচাগারে যেতে তার তাড়া রয়েছে। তিনি তখন দ্রুত বহির্গমনের দরজা খোলার চেষ্টা করেন।
ওই কর্মকর্তা আরো বলেন, জীবনে প্রথমবারের মতো বিমান ভ্রমণের কারণে এই বিপত্তি ঘটে।
গো এয়ার জানায়, বিমানটি নিরাপদে গন্তব্যে পৌঁছার পর ওই যাত্রীকে আরো তদন্তের জন্যে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, কেবিনে বাতাসের তীব্র চাপের কারণে যাত্রীটি শেষ পর্যন্ত দরোজা খুলতে পারেনি।
বাসস/এসই/১৭৩০/জুনা