বাসস দেশ-১০ : রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ ২ জন নিহত

116

বাসস দেশ-১০
ট্রেন দুর্ঘটনা-নিহত
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ ২ জন নিহত
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ ২জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তেজগাঁও রেললাইন সংলগ্ন ফকিন্নি বাজার ও সকাল সোয়া ৮টার দিকে সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৫ বছরের কন্যা শিশু পলকের পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া ৫৫ বছরের অজ্ঞাত এক নারী রয়েছে।
নিহত পলক তেজগাঁও ট্রাকস্ট্যান্ড কালামের বস্তির ট্রাকচালক পারভেজের মেয়ে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন ফারুক মজুমদার আজ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে হেনা বেগম নামের এক মহিলা তার নাতনি পলককে নিয়ে তেজগাঁও রেললাইন সংলগ্ন ফকিন্নি বাজারে যান। রেললাইনের পাশে পলককে দাঁড় করিয়ে রেখে তিনি বাজারের ভেতর প্রবেশ করেন। এ সময় টঙ্গিগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে পলকের পা থেতলে যায় এবং তার মাথায় আঘাত লাগে।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বিমানবন্দর জিআরপি পুলিশের এএসআই মো. রবিউল ইসলাম বাসসকে জানান, আজ সকাল ৮টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন সৈনিক ক্লাব এলাকায় রেল লাইন পার হবার সময় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলে মারা গেছেন।
নিহতের পরনে ছিল সবুজ রংয়ের শাড়ি। খবর পেয়ে বিমানবন্দর রেলওয়ে নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় পৃথকভাবে দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭১০/-এমকে