ঝালকাঠি সদর হাসপাতাল এক বছরে ৩২,৫৮,৩৭৮ টাকা রাজস্ব আয়

196

ঝালকাঠি, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ঝালকাঠি সদর হাসপাতালে ২০১৭-২০১৮ অর্থ বছরে ৩২,৫৮,৩৭৮ (বত্রিশ লাখ আটান্ন হাজার তিনশত আটাত্তর টাকা রাজস্ব আয় করেছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি’র সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য উপস্থাপন করেন।
প্যাথোলজি বিভাগ থেকে ১১,৬১,২৭০ টাকা, এক্স-রে থেকে ৫,৪১,১৩০ টাকা, এ্যাম্বুলেন্স ভাড়া থেকে ৪,৫৭,০০০ টাকা এবং বহির্বিভাগ ও জরুরি বিভাগের টিকিট এবং অনান্য খাত থেকে ১০,৯৮,৯৭৮ টাকা রাজস্ব আয় হয়েছে।
ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হক, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম.এম. মাহামুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এ্যাড. খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।