বাসস দেশ-১৭ : দেশের উন্নয়নে সবাইকে যার-যার অবস্থান থেকে অবদান রাখতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

342

বাসস দেশ-১৭
জনপ্রশাসন-যশোর
দেশের উন্নয়নে সবাইকে যার-যার অবস্থান থেকে অবদান রাখতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, দেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।
তিনি আজ সোমবার যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়িনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক। এ লক্ষ্যে সরকার বহু উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। জনগণ এসকল কর্মসূচির সুবিধা ভোগ করছে।
তিনি বলেন, সরকার ‘রূপকল্প ২০২১ ও ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে চায়। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অগ্রগতির চলমান ধারা আগামীতেও অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, কেশবপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
বাসস/সবি/জেডআরএম/২০০০/-এবিএইচ