বরগুনায় ২৫০ ভিক্ষুক পুনর্বাসিত

393

বরগুনা, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জেলা প্রশাসনের উদ্যোগে ২৫০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। সোমবার বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিজন ভিক্ষুককে ২০ হাজার টাকা মূল্যের গরু, ছাগল, হাঁস-মুরগী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বরগুনা সার্কিট হ্উাস প্রাঙ্গণে অনুষ্ঠিত ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান। পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বরগুনায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, বরগুনা চেম্বার অব কমার্সসহ স্থানীয় ধনাঢ্য ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় প্রায় অর্ধকোটি টাকায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়িত হয়।