বাজিস-৭ : তালতলীর রাখাইন নারী পেয়েছেন সেরা জয়িতা সম্মাননা

335

বাজিস-৭
তালতলা-জয়িতা
তালতলীর রাখাইন নারী পেয়েছেন সেরা জয়িতা সম্মাননা
বরগুনা, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জেলার তালতলী উপজেলার নামেশেপাড়ার রাখাইন নারী মায়া পেয়েছেন বরিশাল বিভাগের সেরা জয়িতা সম্মাননা। সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সোমবার বরগুনায় এক অনুষ্ঠানে এই রাখাইন নারীকে বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস সেরা জয়িতা অ্যাওয়ার্ড প্রদান করেছেন।
রাখাইন সমাজ সেবক মি. মংচিন থানের সহধর্মিনী মিসেস মায়া রাখাইনের উদ্যোগে ২০০০ সালে নারী উন্নয়ন কেন্দ্র নামে একটি সেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। এ সংগঠনের মাধ্যমে তিনি এলাকার পিছিয়ে পড়া নারীদের মধ্যে একতা, বিশ্বস্ততা ও মানবতাবোধ তৈরীর প্রচেষ্টা চালাচ্ছেন। তার মাধ্যমে বেকার ও অসহায় নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের সহায়তা করছেন। এ ছাড়াও তিনি নারী নির্যাতন, শিশু ও নারী পাচার, যৌতুক, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনে অগ্রণী ভূমিকা পালন করেন।
এ নারীর হাত ধরেই ২০০৭ সালে নামেশেপাড়ায় রাখাইন দরিদ্র ছেলে-মেয়েদের জন্যে রাখাইন মাতৃভাষা শিক্ষা নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়।
বাসস/সংবাদদাতা/১৮৩৫/-মরপা