বাসস ক্রীড়া-১৬ : আমাকে বলির পাঠা বানানো হয়েছে : ম্যাথুজ

185

বাসস ক্রীড়া-১৬
শ্রীলংকা-ম্যাথুজ
আমাকে বলির পাঠা বানানো হয়েছে : ম্যাথুজ
কলম্বো, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস/এএফপি) : শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) তাকে ‘বলির পাঠা’ বানিয়েছে বলে অভিযোগ করেছেন বরখাস্ত হওয়া লংকান দলের অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। চলতি এশিয়া কাপ থেকে দল ছিটকে পড়ার পর দেশটির ক্রিকেট বোর্ড কেবলমাত্র তাকেই দায়ী করেছে বলে অভিযোগ করেন ম্যাথুজ।
শ্রীলংকার ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে ৩১ বছর বয়সী এ অলরাউন্ডারকে হুমকি দেয়া হয়েছে।
এসএলসির কাছে লেখা এক চিঠিতে ম্যাথুজ বলেন, ‘এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে লংকান দলের খারাপ পারফরমেন্সের পুরো বিষয়টিতে আমাকে বলির পাঠা বানানো হয়েছে।’
লংকান বোর্ড জানিয়েছে, ম্যাথুজকে পদত্যাগ করতে এবং আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে দিনেশ চান্ডিমালকে শ্রীলংকার অধিনায়কত্ব করতে বলা হয়েছে।
বাসস/এএফপি/১৭৪০/-স্বব