বাসস বিদেশ-৯ : রাশিয়া সিরিয়ায় এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে

128

বাসস বিদেশ-৯
সিরিয়া-রাশিয়া-অস্ত্র
রাশিয়া সিরিয়ায় এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে
মস্কো, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : রাশিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে সিরিয়ান সেনাবাহিনীর কাছে আধুনিক এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা জোরদারই এর লক্ষ্য।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগো সোমবার এ কথা বলেন।
সম্প্রতি ভুল করে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৫জন সেনাসহ একটি রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিরক্ষামন্ত্রী তার টেলিভিশন বিবৃতিতে জানান। খবর এএফপি’র।
তবে রাশিয়া তাদের যুদ্ধ বিমান বিধ্বস্তের জন্য ইসরাইলকে দায়ি করেছে।
বাসস/কেকে/অনুবাদ/১৭১৫/জুনা