১৯ বছরের রেকর্ড ভাঙ্গলেন মাহমুুদুল্লাহ-ইমরুল

204

আবু ধাবি, ২৪ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের পেছনে মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের অবদান সবচেয়ে বেশি। কারন ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যাওয়া দলকে সেখান থেকে টেনে তুলে দারুন এক সংগ্রহ এনে দেন এ জুটি। ষষ্ঠ উইকেটে ১৫৩ বলে ১২৮ রানের জুটি গড়েন মাহমুদুুল্লাহ-ইমরুল। ১৯ বছরের রেকর্ড ভেঙ্গে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
এর আগে বাংলাদেশের পক্ষে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিলো ১২৩ রানের। ১৯৯৯ সালের অক্টোবরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১২৩ রান করেছিলেন আল শাহরিয়ার রোকন ও খালেদ মাসুদ। ঐ ম্যাচটি ৭৩ রানে জিতেছিলো ক্যারিবীয়রা।