বাসস বিদেশ-২ : পাকিস্তানে ভারি বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

175

বাসস বিদেশ-২
পাকিস্তান-বন্যা
পাকিস্তানে ভারি বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কায় সতর্কতা জারি
ইসলামাবাদ, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারি বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কায় পাকিস্তানের আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রোববার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে বজ্রসহ বৃষ্টি ও শক্তিশালী দমকা বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার দেশটির আবহাওয়া বিভাগের সতর্কতা বার্তায় বলা হয়, ‘শনিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেলে মধ্যে ভারতের মধ্যাঞ্চল থেকে একটি শক্তিশালী ঝড়ো হাওয়া নয়াদিল্লী ও লাহরের ওপর দিয়ে বয়ে যাবে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।’
এতে আরো বলা হয়, এ সময়ে বিভিন্ন এলাকায় ব্যাপক বজ্রপাত হতে পারে এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে লাহোর, রাওয়ালপিন্ডি ও সাহিওয়াল বিভাগের নদ-নদীগুলোর দু-কূল উপচে বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হতে পারে।
বাসস/ কেএআর/১১০৫/এএএ