ওল্ড ট্র্যাফোর্ডে ফিরলেন ফার্গুসন

262

লন্ডন, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : মে মাসে গুরুতর শারিরীক অসুস্থতার কারনে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ম্যানেচস্টার ইউনাইটেডের সাবেক কোচ এ্যালেক্স ফার্গুসন প্রথমবারের মত শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিয় ক্লাবের ম্যাচ উপভোগ করতে মাঠে এসেছিলেন।
৭৬ বছর বয়সী ইউনাইটেডের সাবেক এই বস প্রিমিয়ার লিগে উল্ফসের বিপক্ষে রেড ডেভিলদের ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন। মতিষ্কের রক্তক্ষরণের কারনে জরুরী অস্ত্রোপচার করা ফার্গুসনের শারিরীক অবস্থা সকলে বেশ শঙ্কিত ছিল। নতুন করে জীবন ফিরে পাবার পর তিনি এক ভিডিও বার্তায় হাসপাতালের সকল স্টাফকে ধন্যবাদ জানান। ঐ সময় ইউনাইটেড সমর্থকদের কাছ থেকেও ফার্গুসন সমবেদনা লাভ করেছিলেন। যদিও ম্যাচটিতে ফার্গুসনকে কোন সুসংবাদ দিতে পারেনি ইউনাইটেড। ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে গতবারের রানার্স-আপ দলটি।