বাজিস-১০ : শেরপুরে হেলমেট ছাড়া তেল নয় চালু হচ্ছে কার্যক্রম

364

বাজিস-১০
শেরপুর হেলমেট
শেরপুরে হেলমেট ছাড়া তেল নয় চালু হচ্ছে কার্যক্রম
শেরপুর, ২২ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবার শেরপুরেও চালু হচ্ছে ‘নো হেলমেট নো ফুয়েল’ (হেলমেট ছাড়া তেল নয়) কার্যক্রম। আগামী ১ অক্টোবর থেকে জেলায় ওই কাযক্রম চালুর ঘোষণা দিয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। তিনি ২২ সেপ্টেম্বর শনিবার সকালে পুলিশ লাইন্স মিলনায়তনে পেট্রোল পাম্প মালিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সেক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন নাগরিকদের সতর্কতা ও সচেতনতা। সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতনতার কোন বিকল্প নেই। তাই অনাকাঙ্খিত দুর্ঘটনারোধে নিরাপদ সড়ক কর্মসূচীর আওতায় এবার ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করা হচ্ছে। এজন্য ৭ দিনব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নওয়াজেশ আলী খান, পেট্রোল পাম্প মালিক তৌহিদুর রহমান পাপ্পু, কামরুজ্জামান সুজন, আকবর আলী প্রমুখ। প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, তালাপতুফ হোসেন মঞ্জু, আবুল হাশিম প্রমুখ। উভয় অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু ও নাসরিন আক্তারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক-প্রতিনিধি ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০২০/মরপা