বাসস দেশ-২৯ : শাহজালালে বিদেশী সিগারেটসহ প্রায় ২ কোটি টাকার পণ্য আটক

359

বাসস দেশ-২৯
শাহজালাল-সিগারেট উদ্ধার
শাহজালালে বিদেশী সিগারেটসহ প্রায় ২ কোটি টাকার পণ্য আটক
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোরে প্রায় ২ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট, ওষুধ ও রং ফর্সাকারী ক্রিম আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ শনিবার ভোরে বিমানবন্দরের ৬ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকা থেকে এসব পণ্যসামগ্রী উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ৪টা দিকে শারজাহ থেকে ছেড়ে আসা (জি-৯ ৫১৩) নম্বরের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা দল এ বিমানের ৬জন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪৫৫ কার্টন বেনসন, ৪৬০ কার্টন ইজি লাইন ও ৮৫ কার্টন ডানহিল সিগারেট উদ্বার করে।
এছাড়া আমদানি নিষিদ্ধ বিদেশী ওষুধ ও ৮ কেজি রঙ ফর্সাকারী ক্রিম ও থ্রিপিস জব্দ করা হয়।
এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০১৭/অমি