ঝালকাঠিতে বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

351

ঝালকাঠি, ২২ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : বিদ্যুতের ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ার দিকে লক্ষ্য রেখে ঝালকাঠিতে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহরের রিডরোড়ে সুগন্ধা নদীর তীরে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন।
এ সময় কোম্পানির প্রধান প্রকৌশলী ছাব্বির উদ্দিন, প্রকল্প পরিচালক সিএম মোতাহার হোসেন, বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকতিয়ার উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন ও ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। ৩৩/১১ কেভি বিদ্যুতের উপকেন্দ্র নির্মাণের পরে ঝালকাঠি জেলায় বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না। চাহিদা অনুযায়ী গ্রাহকরা বিদ্যুৎ পাবে বলেও জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।