বাসস ক্রীড়া-৬ : জয় দিয়েই অভিষেক বসুন্ধরা কিংসের

182

বাসস ক্রীড়া-৬
ফুটবল-নীলফামারী
জয় দিয়েই অভিষেক বসুন্ধরা কিংসের
নীলফামারী, ২২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জয় দিয়েই অভিষেক হলো বসুন্ধরা কিংসের। প্রিমিয়াম লিগের প্রস্তুতিতে ৪-১ গোলে পরাজিত করেছে প্রমিয়াম লিগে চার বারের চ্যাম্পিয়ন মালদ্বীপের রেডিয়্যান্ট স্পোর্টস ক্লাবকে।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শুক্রবার বিকালে অনুষ্ঠিত ওই প্রীতি ফুটবল ম্যাচটির পুরো সময়টাই ছিল মাঠ জুড়ে দুই পক্ষের টান টান উত্তেজনা। আর সে উত্তেজনানর বেশিরভাগ সুযোগ গ্রহন করেছে বসুন্ধরা কিংস। নিউ রেডিয়্যান্ট ক্লাব বার বার আক্রমনে গেলেও সুযোগ করে নিতে পারেনি কিংসের রক্ষন ভাগের কারণে। এমনকি একটি পেনাল্টির সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। এ ভাবে একে একে অনেক সুযোগ হারিয়েছে মালদ্বীপ প্রিমিয়াম লিগের চ্যম্পিয়ন ওই দলটি। তবে গোলের সুযোগ হারালেও রেডিয়্যান্টের গোলরক্ষক হাসান আবুল হাকিম কিংসের একাধিক দুর্দান্ত আক্রমণ ঠেকিয়েছেন কৌশলী প্রচেষ্টায়।
কানায় কানায় পরিপূর্ণ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।
বিকেল ৪টা ৫ মিনিটে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই দুই দলের নৈপুণ্যতা নজর কাড়ে দর্শকদের। ২০ মিনিটের মাথায় পায়ে পায়ে বলের জাদুতে কিংসের পক্ষে প্রথম গোলটি করেন দলের হাইতিয়ান ফরোয়ার্ড বিল ফোর্ড। চার মিনিটের মাথায় কিংসের দ্বিতীয় গোল করেন অধিনায়ক তৌহিদুল আলম সবুজ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় ৫টা ১১ মিনিটে। শুরুর ছয় মিনিটের মাথায় আরো একটি গোল করেন বসুন্ধরা কিংসের ৩১ নম্বর জার্সি পরিহিত গাম্বিয়ার ওসমান জালো। এর ১০ মিনিটের মাথায় আরো একটি গোল করেন ছয় নম্বর জার্সির মাহমুদ ইমন।
চার গোলের বোঝা নিয়ে সমতায় ফেরার চেষ্টায় মরিয়া হয়ে উঠে নিউ রেডিয়্যান্ট। প্রথমার্ধে একটি পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন দলের অধিনায়ক আলি ফাসির। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নস্ট করে সফরকারী দলটি। তবে দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় নয় নম্বর জার্সির কিপসন অথুরী একটি গোল শোধ করেন(৪-১)। শেষাবধি দলটির সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও কিংসের রক্ষণ ভাগের কারণে সফল হতে পারেনি মালদ্বীপের দলটি।
খেলা শেষে নিউ রেডিয়্যান্ট ক্লাবের দলনেতা সাবাব মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি প্রীতি ম্যাচ। দলের ইয়াং সদস্যদের নিয়ে আমরা লড়েছি মাঠে। ম্যাচটিতে জয়ের আশা নিয়েই আমরা খেলেছিলাম।’
এদিকে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেন,‘প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। দীর্ঘ বিরতির পর মাঠে নেমে মালদ্বীপের নিউ রেডিয়্যান্টের বিপক্ষে খেলে জয় এসেছে। দুইটি দলেই স্ব-স্ব দেশের জাতীয় ও বিদেশী নামকরা খেলোয়ার রয়েছেন, তাঁরা সবাই অভিজ্ঞ। এর আগে আমি যে সব ক্লাবের কোচ ছিলাম সে সব ক্লাব প্রতিটি খেলায় জয় লাভ করেছে।এবারের প্রীতি ম্যাচে তেমনটাই ঘটেছে।’
বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন,‘ম্যাচটি সকলের কাছে উপভোগ্য হয়েছে। প্রিমিয়াম লীগ শুরুর আগে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামে জয়ের মধ্য দিয়েই অভিষেক হলো কিংসের দলের।’
জেল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, ‘গত ২৯ আগস্ট বাংলাদেশ ও শ্রীলংকার মদ্যকারি ম্যাচ দিয়ে ‘শখ কামাল স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক ঘটেছিল। সে সময় মাঠে দর্শকের ঢলে আমরা সফল হয়েছিলাম। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এবারেও সফল হয়েছি।
বাসস/সংবাদদাতা/১৫৫০/স্বব