বাজিস-৪ : লালমনিরহাট থেকে বগুড়া রেল চলাচল বন্ধ

154

বাজিস-৪
বগুড়া-রেল চলাচল বন্ধ
লালমনিরহাট থেকে বগুড়া রেল চলাচল বন্ধ
বগুড়া, ২২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বগুড়ায় রেলসেতু দেবে যাওয়ায় লালমনিরহাট থেকে বগুড়া রেল চলাচল সকাল সাড়ে ১১টা থেকে বন্ধ রয়েছে।
বগুড়া রেল স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার বেঞ্জুরুল হক জানান, আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বগুড়ার সোনাতলা ও ভেলুরপাড়া স্টেশনের মাঝে চকচকিয়া রেল ব্রিজের পিলার দেবে যায়। ফলে রেল লাইনও চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে লালমনিরহাট- বগুড়া রেল চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরো জানান, বগুড়া স্টেশন হয়ে ঢাকা ও সান্তাহার থেকে এব্ং দিনাজপুর ও লালমনিরহাট থেকে ১৬টি রেল যাওয়া আসা করে। ইতোমধ্যে ২টি ট্রেন সোনাতলা স্টেশনে আটকা পড়েছে। রেল সেতু মেরামতের কাজ চলছে। তবে কখন চলাচলের উপযোগী হবে এ মুহূর্তে বলা যাচ্ছে না।
এদিকে সকাল থেকে বগুড়া স্টেশনে অনেক রেল যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
বাসস/সংবাদদাতা/১৪৩০/নূসী