নওগাঁয় ১৬৮ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে

345

নওগাঁ, ২৬ এপ্রিল ২০১৮ (বাসস): পানি উন্নয়ন বোর্ড নওগাঁ জেলায় বর্তমান সরকারের এ ৪ বছরে চলমান গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প কার্যক্রমের আওতায় ১৬৮ কোটি ৭৭ লাখ ২ হাজার টাকার কাজ সম্পাদন করছে। এর মধ্যে কিছু কার্যক্রম শতভাগ সম্পাদিত হয়েছে, কোনটি চলমান রয়েছে আবার কোনটি অবিলম্বে শুরুর হওয়া অপেক্ষায় রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড নওগাঁ’র নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুৃমার সরকার বলেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তর-পশ্চিমাঞ্চল, রাজশাহী জোনের অন্তর্গত রাজহশাহী সার্কেলের আওতায় এসব কার্যক্রম সম্পদিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডেন উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলাধীন জবাইবিল বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে মোট আর্থিক পরিমান ৪১ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা। কাজটি চলমান রয়েছে। এ পর্যন্ত প্রকল্পের শতকার ৮ ভাগ কাজ শেষ হয়েছে।
আত্রাই নদীর ভাঙ্গন খেকে নওগাঁ জেলার পতœীতলা উপজেলার তিনটি এলাকায় তীর সংরক্ষণ এবং মান্দা উপজেলার পলাশবাড়ি খাল পুনঃখনন প্রকল্প। এ প্রকল্পে মোট আর্থিক বরাদ্দের পরিমান ২৪ কোটি ৯ লাখ ৩৬ হাজার টাকা। এ প্রকল্পের শতকরা মোট ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।
নওগাঁ শহর রক্ষা প্রকল্পের আওতায় শহরের উভয় পার্শ্বে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত ফ্লাডওয়াল নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের নির্মাণ ব্যয় মোট ৭৭ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকা। এ প্রকল্পের শতকরা ১শ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
অপরদিকে পানি উন্নয়ন বোর্ড নওগাঁ’র অধীনে প্রকল্পের সর্বমোট ৫৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। বাঁধগুলো দীর্ঘদিন মেরামত না হওয়ায় সেগুলোর অবস্থা নাজুক। বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাঁধগুলো মেরামত করার লক্ষ্যে ১ কোটি ১০ লক্ষ টাকারএকটি সম্ভাব্য পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি গ্রহণের জন্য সরকারের নীতি নির্ধারণী মহলে উপস্থাপিত হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানানো হয়েছে।