বাসস ক্রীড়া-১৩ : ফিফা র‌্যাংকিংয়ে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে বেলজিয়াম

129

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-ফিফা র‌্যাংকিং-বেলজিয়াম
ফিফা র‌্যাংকিংয়ে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে বেলজিয়াম
লুসানে, ২০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস/এএফপি) : ফিফা র‌্যাংকিংয়ে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে উঠে এসেছে বেলজিয়াম। বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাংকিংয়ে ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মত শীর্ষস্থান লাভ করেছে দেশটি।
সাম্প্রতিক সময়ে বেশ ক’টি ম্যাচে জয়লাভ করেছে বেলজিয়াম। তন্মধ্যে নেশন্স লীগ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টিও রয়েছে। এর ফলে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সমান পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসে বেলজিয়াম। বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিল বেলজিয়ানরা।
প্রকাশিত র‌্যাংকিংয়ের শীর্ষ দশের তালিকায় শুধুমাত্র একটি পরিবর্তন এসেছে। ডেনমার্ক এক ধাপ নেমে ১০ম অবস্থানে চলে গেছে। আর নবম স্থানে রয়েছে স্পেন।
শীর্ষ দশের বাইরে ইউক্রেন ছয় ধাপ এগিয়ে ২৯তম স্থান দখল করেছে। আর চেক প্রজাতন্ত্র তিন ধাপ নেমে পৌছেছে ৪৭তম স্থানে। স্লোভাকিয়া আগের মত ২৬ তম অবস্থান ধরে রেখেছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি তিন ধাপ এগিয়ে ১২তম অবস্থানে ঠাঁই পেয়েছে।
২০ সেপ্টেম্বর প্রকাশিত ফিফা র‌্যাংকিং:
১ম- বেলজিয়াম (+১) ১৭২৯ পয়েন্ট
১ম- ফ্রান্স ১৭২৯ পয়েন্ট
৩য়- ব্রাজিল ১৬৬৩ পয়েন্ট
৪র্থ- ক্রোয়েশিয়া ১৬৩৪ পয়েন্ট
৫ম- উরুগুয়ে ১৬৩২ পয়েন্ট
৬ষ্ঠ- ইংল্যান্ড ১৬১২ পয়েন্ট
৭ম- পর্তুগাল ১৬০৬ পয়েন্ট
৮ম- সুইজারল্যান্ড ১৫৯৮ পয়েন্ট
৯ম- স্পেন ১৫৯৭ পয়েন্ট
১০ম- ডেনমার্ক (-১) ১৫৮১ পয়েন্ট
বাসস/এএফপি/এমএইচসি/১৭২০/-স্বব