বাসস ক্রীড়া-১৬ : কাল শুরু হচ্ছে ২৫তম স্কুল হ্যান্ডবল

176

বাসস ক্রীড়া-১৬
হ্যান্ডবল-স্কুল
কাল শুরু হচ্ছে ২৫তম স্কুল হ্যান্ডবল
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকার ৩৬টি স্কুলের বালক বালিকাদের নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে পোলার আইসক্রীম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। এদের মধ্যে বালক বিভাগের ২০টি এবং বালিকা বিভাগের ১৬টি স্কুল রয়েছে।
শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। বালক বিভাগে ৬টি গ্রুপের ১৮টি দল লীগ পদ্ধতিতে প্রথমিক পর্বে অংশ নিবে। গ্রুপর শীর্ষ ৬টি দল সুপার লীগে অংশ নেয়ার সুযোগ পাবে। সুপার লীগের ওই ৬ দলের সঙ্গে যোগ দিবে গত আসরের চ্যাম্পিয়ন ও রানারআপ দল। ওই ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে বালক বিভাগের সুপারলীগ। সেখান থেকে চারটি দল সেমি ফাইনালে খেলার সুযোগ পাবে।
বালিকা বিভাগে ১৬টি দল অংশ নেয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গত আসরের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকেও গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তিনটি করে দল চার গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বের লীগে অংশ নিবে। শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাসস/এমএইচসি/১৯২৫/স্বব