বাসস দেশ-১৮ : আর্থিক খাতের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতাও বাড়ছে : ড. আতিউর

156

বাসস দেশ-১৮
ড.আতিউর-বিএফআইএন
আর্থিক খাতের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতাও বাড়ছে : ড. আতিউর
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, বর্তমানে আর্থিক খাতের সামনে নিত্য-নতুন চ্যালেঞ্জ হাজির হলেও এসব মোকাবিলা করার সক্ষমতাও বাড়ছে।
তিনি বলেন, ‘এ জন্য আর্থিক অন্তর্ভূক্তির পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে সফল নীতি ও সেগুলোর বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
ড. আতিউর রহমান গতকাল মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ব্যাংক ফিন্যান্স এন্ড ইনস্যুরেন্স ইনস্টিটিউট অফ নেপাল (বিএফআইএন) লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এবং কাস্টমস, এক্সাইজ এন্ড সার্ভিস ট্যাক্স আপিলাত ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট ড. সতীশ চন্দ্র, মুম্বাইয়ের এডেলওয়েইস ফাইনান্সিয়াল সার্ভিসেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাশ্যাম রেঙ্গানাথান, এবং নেপাল সরকারের অর্থ সচিব এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজ উন্নয়ন সমন্বয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাসস/সবি/জেডআরএম/১৮০৫/-কেজিএ