বাসস ক্রীড়া-৯ : বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে পরিসংখ্যান

128

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-এশিয়া কাপ
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে পরিসংখ্যান
আবুধাবি, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। তিনবার জয় পেয়েছে টাইগাররা। দু’টি ম্যাচ জিতেছে আফগানার।
তবে এশিয়া কাপে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৪ সালের এশিয়া কাপে। ফতুল্লায় ঐ ম্যাচে ৩২ রানে জিতেছিলো আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করে আফগানরা। জবাবে ২২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আরও কিছু পরিসংখ্যান :
সর্বোচ্চ দলীয় সংগ্রহ : ২৭৯/৮(বাংলাদেশ), ঢাকা, ১ অক্টোবর ২০১৬।
সর্বনি¤œ দলীয় সংগ্রহ : ১৩৮/১০(আফগানিস্তান), ঢাকা, ১ অক্টোবর ২০১৬।
বড় ব্যবধানে জয় (রানে) : বাংলাদেশ ১৪১ রানে জয়ী, ঢাকা, ১ অক্টোবর ২০১৬।
বড় ব্যবধানে জয় (উইকেট) : আফগানিস্তান ২ উইকেটে জয়ী, ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০১৬।
কম ব্যবধানে জয় (রানে) : বাংলাদেশ ৭ রানে জয়ী, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০১৬।
সবচেয়ে বেশি রান : তামিম ইকবাল (বাংলাদেশ) ৪ ম্যাচ ২৩৭ রান।
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর : তামিম ইকবাল (বাংলাদেশ) ১১৮ রান, ঢাকা ১ অক্টোবর ২০১৬।
সর্বোচ্চ গড় : তামিম ইকবাল (বাংলাদেশ), গড়- ৫৯.২৫।
সর্বোচ্চ উইকেট : মোহাম্মদ নবী (আফগানিস্তান) ৫ ম্যাচে ১০ উইকেট।
সেরা বোলিং ফিগার : সাকিব আল হাসান (বাংলাদেশ) ১০ ওভার ৪৭ রান ৪ উইকেট, ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০১৬।
সর্বোচ্চ ডিসমিসাল : মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান) ও মুশফিকুর রহিম (বাংলাদেশ), ৪টি করে।
সর্বোচ্চ ক্যাচ : সাব্বির রহমান (বাংলাদেশ), ৬টি।
সর্বোচ্চ জুটি (রানের হিসেবে) : ১৬৪ রান, আসগর আফগান-সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), ফতুল্লা, ১ মার্চ ২০১৪।
দু’দলের মুখোমুখিতে সবচেয়ে নেতৃত্ব : মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ), ৪ ম্যাচ ৩ জয় ১ হার।
বাসস/এএমটি/১৬৫৫/স্বব