বাসস বিদেশ-৮ : কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত দুই কোরিয়া

234

বাসস বিদেশ-৮
দক্ষিণ কোরিয়া-উত্তর কোরিয়া
কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত দুই কোরিয়া
পিয়ংইয়ং/সিউল, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই নেতা বুধবার দুদেশের মধ্যকার সামরিক উত্তেজনার অবসান এবং কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্যে চেষ্টা চালানোর বিষয়ে সম্মত হয়েছেন।
ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে)’র শীর্ষ নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন পিয়ংইয়ংয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সংবাদ সম্মেলনে কিম বলেন, পানমুনজোম ঘোষণাটি কোরীয় উপদ্বীপে শান্তির নবযুগের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি উপদ্বীপটিকে পরমাণুমুক্ত করার আশা প্রকাশ করেন।
এপ্রিল মাসে দুই কোরিয়ার সীমান্তের পানমুনজোম গ্রামে কিম ও মুনের প্রথম বৈঠকে পানমুনজোম ঘোষণা স্বাক্ষরিত হয়।
কিম আন্তঃকোরীয় শান্তি আলোচনা জোরদার, আন্তঃকোরীয় সম্পর্কের উন্নয়ন ও অদূর ভবিষ্যতে সিউল সফর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মুন বলেন, তিনি ও কিম প্রথমবারের মতো কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করার উপায় বের করতে সম্মত হয়েছেন। অধিকন্তু তারা এই অঞ্চলে সামরিক উত্তেজনা বন্ধ এবং আন্তঃকোরীয় সীমান্তে একটি ‘শান্তি অঞ্চল’ গড়ে তোলার ব্যাপারে সম্মত হয়েছেন।
মুন জানান, তারা পুরো কোরীয় উপদ্বীপে সব ধরনের যুদ্ধ ও সংঘাতের হুমকি অবসানে একটি সমঝোতায় পৌঁছেছেন।
প্রেসের সাথে বৈঠকের আগে দুই নেতা একটি সমঝোতায় স্বাক্ষর করেন।
দুই নেতার উপস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীর প্রধানগণ সামরিক সংক্রান্ত পৃথক চুক্তিতে স্বাক্ষর করেন।
মঙ্গলবার বিকেলে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া (ডব্লিউপিকে)-এর সদরদপ্তরে মুন ও কিমের মধ্যে দুই ঘন্টাব্যাপী আলোচনা হয়। বুধবার ভোরেও তাদের মধ্যে একান্ত বৈঠক হয়।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ) বুধবার জানিয়েছে,মঙ্গলবারের বৈঠকে মুন ও কিমের মধ্যে সার্বিকভাবে পানমুনজোম ঘোষণা আন্তরিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়।
বাসস/ কেএআর/১৬৩৫/-জুনা