বাসস দেশ-৬ : কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যায় ৫ জনের ফাঁসির রায়

142

বাসস দেশ-৬
আদালত-রায়
কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যায় ৫ জনের ফাঁসির রায়
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির দন্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান এই রায় ঘোষণা করেন। এ ছাড়া রায়ে প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা করে জরিমানা দেয়ার আদেশ দেয়া হয়।
ফাঁসির সাজা পাওয়া ৫ আসামির মধ্যে শফিকুল ইসলাম, নজরুল ইসলাম নজু, মিস্টার-কারাগারে আছেন। অপর দু’জন মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মাসুদ পলাতক।
আদালত সূত্র জানায়, ১৯৯৩ সালের ১৩ জুলাই কেরানীগঞ্জের মালোপাড়ার ব্যবসায়ী শরিফ বাকি দিতে রাজি না হওয়ায় ওই ৫ জন তার দুই শিশুপুত্র খোকন ( ৯) ও শাহাজাহানকে (১২ ) গুলি চালায়। এ সময় বাধা দিতে এলে তারা শরিফের ওপরও এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে শরিফ ও তার এক সন্তান মারা যায়।
বাসস/এএসজি/ডিএ/১৫৫০/-এমএসআই