বাসস ক্রীড়া-৪ : ক্যারিয়ারের ২০তম চ্যাম্পিয়ন্স লিগের আসরে খেলতে নেমে ক্যাসিয়াসের রেকর্ড

157

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ক্যাসিয়াস
ক্যারিয়ারের ২০তম চ্যাম্পিয়ন্স লিগের আসরে খেলতে নেমে ক্যাসিয়াসের রেকর্ড
গেলসেনকারচেন (জার্মানী), ১৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-ডি’র লড়াইয়ে জার্মান ক্লাব শালকের বিপক্ষে পোর্তোর হয়ে খেলতে নেমেছিলেন ইকাস ক্যাসিয়াস। আর এই ম্যাচের মাধ্যমে অনন্য এক মাইফলক স্পর্শ করেছেন স্প্যানিশ এই অভিজ্ঞ গোলরক্ষক।
ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন ক্যাসিয়াস। সব মিলিয়ে ১৭১টি ম্যাচ খেলে রেকর্ড সৃষ্টি করা ক্যাসিয়াস এবার ক্যারিয়ারে ২০টি ভিন্ন চ্যাম্পিয়ন্স লিগের আসরে খেলে আরেকটি রেকর্ড সৃষ্টি করেছেন। ১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে তার ইউরোপের সর্বোচ্চ লিগে অভিষেক হয়েছিল। ঐ ম্যাচে ১৮ বছর ১৭৭ দিন বয়সে খেলতে নেমে সবচেয়ে কম বয়সী গোলরক্ষক হিসেবে ক্যাসিয়াস যাত্রা শুরু করেছিলেন। ২০০০ সালের মে মাসে ভ্যালেন্সিয়াকে ফাইনালে ৩-০ গোলে হারিয়ে মাদ্রিদ শিরোপা জিতেছিল। আর এর মাধ্যমে মাত্র ১৯ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলরক্ষক হিসেবে শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছিলেন স্পেনের সাবেক এই অধিনায়ক।
বাসস/নীহা/১৪২০/স্বব