বাসস সংসদ-১২ : ৯টি ওয়ান স্টপ সেন্টার থেকে ৩৪ হাজার ২৪৭ জন নারী ও শিশু সেবা দেয়া হয়েছে :মেহের আফরোজ

344

বাসস সংসদ-১২
নারী ও শিশু-প্রশ্নোত্তর
৯টি ওয়ান স্টপ সেন্টার থেকে ৩৪ হাজার ২৪৭ জন নারী ও শিশু সেবা দেয়া হয়েছে :মেহের আফরোজ
সংসদ ভবন, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, দেশের ৯টি ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টার (ওসিসি) থেকে ৩৪ হাজার ২৪৭ জন নারী ও শিশু প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।
আজ সংসদে সরকারী দলের সদস্য এ.কে.এম রহমত উল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, সিলেট,খুলনা,বরিশাল, রংপুর, ফরিদপুর এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯টি ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টার চালু আছে।
সরকারী দলের অপর সদস্য মমতাজ বেগমের এক সম্পুরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, দেশের ৬৪টি জেলার ৫৪২টি উপজেলায় এবং ৮টি বিভাগীয় শহরে ২ লাখ ১৭ হাজার ৪৪০জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ১৫৫টি উপজেলায় ৮ হাজার ৩৫০জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বাসস/এমএআর/২১০০/বেউ/-আসচৌ