বাসস সংসদ-১১ : সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুর

344

বাসস সংসদ-১১
আশরাফ-ছুটি
সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুর
সংসদ ভবন, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন মন্ত্রী ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে আজ থেকে পরবর্তী ৯০ দিবসে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে।
আজ জাতীয় সংসদে সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ তার পক্ষে ছুটি মঞ্জুরের জন্য স্পিকারের বরাবর আবেদনের প্রস্তাব উত্থাপন করলে জাতীয় সংসদ কার্যপ্রনালী বিধি অনুযায়ি কন্ঠভোটে তা পাস করা হয়।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের দৃষ্টি আর্কষণ করে ১৭৯ (২) বিধি মোতাবেক ব্যাংককে চিকিৎসাধীন জনপ্রশাসন মন্ত্রী ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্রটি পাঠ করে শোনান।
সংসদে পরবর্তী ৯০ দিবসে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুর করার অতীতের বিভিন্ন উদাহরণ তুলে ধরে স্পিকার আবেদন পত্রটির আলোকে সংসদ সদস্যদের মতামত চেয়ে ভোটে দিলে তা কন্ঠভোটে পাস হয়।
জনপ্রশাসন মন্ত্রী ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বাসস/এমএআর/২০৫৫/বেউ/-আসচৌ