বাজিস-১০ : কুড়িগ্রামে নদীর ভাঙন বাড়ছে: সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত

152

বাজিস-১০
কুড়িগ্রাম-ভাঙন
কুড়িগ্রামে নদীর ভাঙন বাড়ছে: সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত
কুড়িগ্রাম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : জেলার ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি এখনও বাড়ছে। তবে কমে গেছে তিস্তা ও ধরলার পানি। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রে ৩, দুধকুমারে ১ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে ধরলায় ২৩ ও স্তিায় ২৪ সে. মি পানি কমেছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্র জানিয়েছে, জেলার ৯টি উপজেলায় ৪ হাজার হেক্টর আমন ক্ষেতসহ প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। এদিকে জেলার বিভিন্ন স্থানে নদ-নদীর ভাঙন তীব্র হয়ে উঠেছে। সদর উপজেলার পাটেশ^রী, সারোডোব, রাজারহাটের কিং ছিনাই, বিদ্যানন্দ, উলিপুরের থেতরাই, হাতিয়া, নাগেশ^রীর মাদারগঞ্জসহ অন্তত ২০টি স্পটে ভাঙন অব্যাহত রয়েছে। এতে গত দুদিনে আরো শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, গ্রোয়েন ও টি বাঁধ।
বাসস/সংবাদদাতা/১৭৪২/মরপা