বাসস সংসদ-৬ : সংসদে দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রি প্রদান সম্পর্কিত বিলের রিপোর্ট উপস্থাপন

306

বাসস সংসদ-৬
বিল-রিপোর্ট
সংসদে দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রি প্রদান সম্পর্কিত বিলের রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : আল হাইআতুল উলুয়া লিল-জামি’আতিল কওমি মাদরাসাসমূহের দাওরায়ে (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান বিল, ২০১৮ এর ওপর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি আফছারুল আমীন রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করেন।
কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদানসহ আনুসাঙ্গিক বিষয়ে বিধান করার প্রস্তাব করে গত ১০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন।
বিলের বিধান অবিলম্বে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
বিলে দাওরায়ে হাদিস ডিগ্রিকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান সম্পর্কিত বিভিন্ন বিধান কার্যকর করার বিধানাবলীর প্রস্তাব করা হয়েছে।
বাসস/এমআর/১৯৫৫/বেউ/-আসচৌ