বাজিস-১০ : কুড়িগ্রামে চরাঞ্চলের আরো নতুন এলাকা প্লাবিত : সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত

170

বাজিস-১০
কুড়িগ্রাম-চরাঞ্চল
কুড়িগ্রামে চরাঞ্চলের আরো নতুন এলাকা প্লাবিত : সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত
কুড়িগ্রাম, ১৭ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। ধরলার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার কাছেই রয়েছে। নদ-নদীর অববাহিকায় দুই শতাধিক চরগ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।
গত ২৪ ঘন্টায় চরাঞ্চলের আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সদর উপজেলার যাত্রাপুর ও পাঁছগাছি, উলিপুরের সাহেবের আলগা, চিলমারীর অষ্টমীরচর ও নয়ারহাট, নাগেশ^রীর নুনখাওয়া ও নারায়নপুর, রৌমারীর দাঁতভাঙাসহ বেশকিছু এলাকায় ঘর বাড়িতে পানি উঠেছে। কাজ ও খাদ্য সংকটে দুর্ভোগ বাড়ছে পানিবন্দী মানুষদের। এসব এলাকার প্রায় ৩ হাজার হেক্টর আমন ও অন্যান্য ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে আছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রে ৬, দুধকুমারে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে ধরলায় ১০ সে.মি. পানি কমেছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানিয়েছে, জেলার ৯টি উপজেলায় ৩ হাজার ৪শ’ হেক্টর আমন ক্ষেতসহ প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮০০/-মরপা