বাসস বিদেশ-১০ : জাপানে জনসংখ্যার ২৮ শতাংশেরও বেশি বয়স্ক মানুষ

163

বাসস বিদেশ-১০
জাপান-বয়স্ক
জাপানে জনসংখ্যার ২৮ শতাংশেরও বেশি বয়স্ক মানুষ
টোকিও, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : জাপানে সরকারি হিসেবে বয়স্ক মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ২৮ শতাংশেরও বেশি। এটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
রোববার দেশটির সরকার জানায়, যাদের বয়স ৬৫ বা তার চেয়ে বেশি এদের সংখ্যা মোট জনসংখ্যার ২৮ দশমিক ১ শতাংশ।
জাতিসংঘের হিসেব মতে, জাপানের এই সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যেখানে এই হার ইতালিতে ২৩ দশমিক তিন শতাংশ, পর্তুগালে ২১ দশমিক ৯ শতাংশ এবং জার্মানিতে ২১ দশমিক ৭ শতাংশ।
বাসস/এএএ/১৫৩০/জুনা