বাজিস-৫ : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পিরোজপুরে ৮শত ৯টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে

167

বাজিস-৫
পিরোজপুর-প্রকল্প বাস্তবায়ন
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পিরোজপুরে ৮শত ৯টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে
পিরোজপুর, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় উপকুলীয় জেলা পিরোজপুরে জলবায়ু সহিষ্ণু ৮শত ৯টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কাম ঘূণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্যানিটারি ল্যাট্রিন স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ। পিরোজপুর সদরে ১টি, কাউখালীতে ১টি ও ভান্ডারিয়ায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠান কাম সাইক্লোন সেন্টার নির্মাণ করা হচ্ছে ১৫ কোটি ব্যয় করে। ১১ কোটি টাকা বরাদ্দে ১শত ৫০টি দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ করা হচ্ছে ভান্ডারিয়া কাউখালী ও ইন্দুরকানীতে। প্রান্তিক ভুমিহীন জনগোষ্ঠীদের মধ্য থেকে ১শত ৫০টি পরিবারকে এসব গৃহ দেওয়া হচ্ছে। ৯ কোটি টাকা ব্যয় করে স্যানিটারি গণ ল্যাট্রিন, বিশুদ্ধ পানি সরবরাহের পিএসএফ এবং গভীল নলকুপ স্থাপন করা হচ্ছে ৬৪৪টি। গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি সড়ক বিটুপিন কার্পেটিং এবং কালভার্ট নির্মাণ করা হচ্ছে ১৯ কোটি টাকা ব্যয় করে। এসব সড়কের মধ্যে রয়েছে ভান্ডারিয়া আমানুল্লাহ কলেজ হতে গৌরিপুর সিপাই বাড়ী সড়ক, ইন্দুরকানী উপজেলা পত্তাশী ইউনিয়ন পরিষদ হতে রামচন্দ্র হাট সড়ক উন্নয়ন এবং ভান্ডারিয়ায় গ্রোত সেন্টার হতে চরখালী মঠবাড়িয়া, আরএসডি মাদারশী ভায়া আতরখালী, মানিকমিয়া কলেজ পর্যন্ত বিটুমিন কার্পেটিং। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট উপজেলার প্রকৌশলীর কার্যালয় এসব প্রকল্প বাস্তবায়ন করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় জানান, এসব প্রকল্পের কাজ শেষ হলে উপকুলীয় এ পিরোজপুর জেলায় মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আসবে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৫১০/নূসী