টাইফুন ম্যাংখুতের আঘাতে চীনের দক্ষিণাঞ্চলে ৪ জনের প্রাণহানি

213

গুয়াংঝু, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং এ টাইফুন ম্যাংখুতের আঘাতে অন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে এবং প্রদেশটি লন্ডভন্ড হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
প্রাদেশিক আবহাওয়া কেন্দ্র জানায়, ম্যাংখুত ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে রোববার বিকেল ৫টায় গুয়াংডং এর জিয়াংমেন সিটির উপকূলে আঘাত হেনেছে।
প্রাদেশিক রাজধানী গুয়াংঝুতে গাছের নিচে চাপা পড়ে তিনজন এবং ডংগুয়ানে নির্মানাধীন সামগ্রী ধসে পড়ে একজনের প্রাণহানি হয়েছে। গুয়াংডং এর দুর্যোগ ও ত্রাণ কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
প্রদেশটিতে রোববার রাত ১১ টা পর্যন্ত ৩১ লাখ দশ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ৪৯ হাজার মাছ ধরা নৌকাকে বন্দরে ফেরত আনা হয়েছে।