বাসস বিদেশ-৩ : দ.কোরিয়ায় সামরিক কমান্ডার পদে পরিবর্তন আনছে ওয়াশিংটন

183

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-সামরিক-রাজনীতি
দ.কোরিয়ায় সামরিক কমান্ডার পদে পরিবর্তন আনছে ওয়াশিংটন
সিউল, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় মার্কিন কমান্ডার পদে পরিবর্তন আনতে যাচ্ছে। এ উপদ্বীপে কূটনৈতিক ক্ষেত্রে দ্রুত বরফ গলার প্রেক্ষাপটে ওয়াশিংটন এ উদ্যোগ নিচ্ছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ২৮ হাজার সৈন্য মোতায়েন রয়েছে। সিউলের প্রতিবেশী পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় একটি মৈত্রী চুক্তির আওতায় এসব সৈন্য মোতায়েন করা হয়।
সিনেট আর্মড সার্ভিসেস কমিটির ওয়েবসাইটে বলা হয়, ইউএস আর্মি ফোর্সেস কমান্ড কমান্ডার জেনারেল রবার্ট বি. আব্রামস আগামী সপ্তাহে ইউএস ফোর্সেস কোরিয়ার (ইউএসএফকে) প্রধান হচ্ছেন বলে শোনা যাচ্ছে।
এ কমান্ডারের মনোনয়ন অনুমোদন করা হলে তিনি ইউএসএফকে কমান্ডার হিসেবে জেনারেল ভিনসেন্ট ব্রুকসের স্থলাভিষিক্ত হবেন।
বাসস/এমএজেড/১২৩০/জুনা