বাসস দেশ-১৭ : শরীয়তপুরে ভাঙ্গন রোধে আপদকালীন ব্যবস্থা হিসেবে নদী-খননের কাজ শুরু আগামীকাল

151

বাসস দেশ-১৭
ভাঙ্গন রোধ-আপদকালীন ব্যবস্থা
শরীয়তপুরে ভাঙ্গন রোধে আপদকালীন ব্যবস্থা হিসেবে নদী-খননের কাজ শুরু আগামীকাল
শরীয়তপুর, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : শরীয়তপুরে পদ্মার ভাঙ্গন রোধে আপদকালীন জরুরি ব্যবস্থা হিসেবে আগামীকাল থেকে নদী-খননের কাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এ উদ্যোগ নেয়া হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার আজ রোববার পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে নড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দু’টি ড্রেজার রোববার বিকেলের দিকে পদ্মা নদীর সংশ্লিষ্ট স্থানে পৌঁছাবে। আগামীকাল সোমবার ভোরে আরো একটি ড্রেজার ওই বহরে যোগ হবে।
কবির বিন আনোয়ার জানান, আগামীকাল সকাল থেকেই তিনটি ড্রেজার একযোগে ভাঙ্গন কবলিত এলাকায় নদী খননের কাজ শুরু করবে। যা পদ্মার ¯্রােতকে নদীর মাঝখান দিয়ে প্রবাহিত করবে। তাহলে পদ্মার ডান তীরের ভাঙ্গনের তীব্রতা অনেকটাই কমে আসবে বলে ভারপ্রাপ্ত সচিব আশা করছেন।
তবে তিনি বলেন,‘আমরা এটিও খেয়াল রাখছি যে, যাতে এখানে ড্রেজিং করলে আবার পদ্মার বাম তীর অর্থাৎ মুন্সিগঞ্জ এলাকা যেন ক্ষতিগ্রস্ত না হয়’।
অপর এক প্রশ্নের জবাবে পানিসম্পদ সচিব বলেন, পদ্মার পানি যেদিন কমবে সেদিন থেকেই পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া আপদকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ফেলে ভাঙ্গনের তীব্রতা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলন শেষে কবির বিন আনোয়ার নড়িয়া উপজেলার ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচলাক মোস্তাফিজুর রহমান, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৮২১/-শহক