কাবুলে সন্ত্রাসী হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

317

জাতিসংঘ, ২৪ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববারের হামলাকে ‘নৃশংস ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
খবর সিনহুয়া’র।
ওই হামলায় ৬০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে।
নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই হামলায় নিহতদের পরিবারের সদস্য ও আফগান সরকারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। তারা এই হামলায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছে।’
বিবৃতিতে আরো বলা হয়, যে কোন ধরনের সন্ত্রাস আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।
রোববারের ওই আত্মঘাতী বোমা হামলায় ২৭ নারী ও ৮ শিশুসহ ৬০ জনের বেশি লোক প্রাণ হারায়। একটি ভোট নিবন্ধন কেন্দ্রে এ হামলা চালানো হয়।