বাসস ক্রীড়া-১৮ : তামিম-মুশফিকুরের বিশ্বরেকর্ড

134

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-এশিয়া কাপ
তামিম-মুশফিকুরের বিশ্বরেকর্ড
দুবাই, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১৩৭ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
এ ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও মিডল-অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শেষ উইকেটে ওপেনারের উপস্থিতিতে জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন তামিম ও মুশফিক। দু’জনে মিলে শেষ উইকেটে ৩২ রান যোগ করেন। যা স্থান পেয়েছে বিশ্বরেকর্ড হিসেবে।
ওয়ানডে ক্রিকেটে এতোদিন এমন বিশ্বরেকর্ড একবারই ঘটেছে। সেটি ২০০০ সালে করেছিলেন অস্ট্রেলিয়ার ড্যামিয়েন মার্টিন ও গ্লেন ম্যাকগ্রা। নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওপেনার হিসেবে খেলতে নেমেছিলেন মার্টিন। শেষ উইকেটে ম্যাকগ্রাকে নিয়ে জুটি গড়ে ৩১ রান যোগ করেন মার্টিন। যা এতদিন শেষ উইকেটে ওপেনারের উপস্থিতিতে জুটিতে সর্বোচ্চ রানের জুটি।
১৮ বছর মার্টিন ও ম্যাকগ্রার ঐ বিশ্বরেকর্ড ভেঙ্গে দিয়ে নয়া রেকর্ড গড়লেন তামিম ও মুশফিক।
ওপেনার হিসেবে মার্টিন সেঞ্চুরির স্বাদ নিলেও, তামিম ২ রানে অপরাজিত থাকেন। মুশফিকুর সেঞ্চুরি তুলে ১৪৪ রানে অপরাজিত থাকেন। কারন বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বাঁ-হাতে কব্জিতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন তামিম। ইনিংসে ৪৭তম ওভারে আবারো ক্রিজে এসে মুশফিককে সঙ্গ দেন তামিম। শেষ উইকেটের জুটি ছিলো সেটি। এই জুটি ৩২ রান যোগ করেন। কিন্তু জুটিতে মাত্র ১ বল মোকাবেলা করে কোন রান যোগ করতে পারেননি তামিম। সবগুলো রান করেছিলেন মুশফিকুর।
বাসস/এএমটি/১৭৫০/মোজা/স্বব