বাসস ক্রীড়া-১৫ : পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ হংকং

124

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-এশিয়া কাপ-টস
পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ হংকং
দুবাই, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছে হংকং। ‘এ’ গ্রুপের এটি প্রথম ম্যাচ।
২০০৪ ও ২০০৮ সালে দু’বার এশিয়া কাপে অংশ নেয় হংকং। তাই দশ বছর পর আবারো এশিয়া কাপে খেলতে নামলো হংকং।
ওয়ানডে ক্রিকেটে দু’বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও হংকং। দু’বারই এশিয়া কাপে। ২০০৪ সালের এশিয়া কাপে ১৭৩ ও ২০০৮ সালের আসরে ১৫৫ রানে ম্যাচ জিতেছিলো পাকিস্তান।
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনাইদ খান, উসমান সিনওয়ারি ও শাহিন আফ্রিদি।
হংকং দল : অংশুমান রাথ (অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকআলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিঞ্চিত শাহ, নাদিম আহমেদ, র‌্যাগ কাপুর, স্কট ম্যাককেচিন, তারভির আহমেদ, তানবির আফজাল ওয়াকাস খান ও আফতাব হুসেইন।
বাসস/এএমটি/১৭২০/মোজা/স্বব