সিরিয়ার স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ : দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

183

দামেস্ক, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে রোববার স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিকে দামেস্কের বিমানবন্দর লক্ষ্য করে শনিবার রাতে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা একথা জানিয়েছে।
স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১২ ঘন্টা ধরে ভোট গ্রহণ চলবে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে ২০১১ সালের পর এই প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন হচ্ছে।
সানা জানিয়েছে, ‘সবগুলো প্রদেশ থেকে ৪০ হাজারের বেশি প্রার্থী এবারের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা দেশের ১৮ হাজার ৪শ’ ৭৮টি আসনে প্রতিনিধি নির্বাচিত করা হবে।’
সিরিয়ার সৈন্যরা বর্তমানে দেশটির দুই তৃতীয়াংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
বিদ্রোহী ও আইএস এর কাছ থেকে সরকারি বাহিনীর পুর্নদখলকৃত এলাকাগুলোতেও ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। ছোট গ্রামগুলোকেও সম্পূর্ণ পৌরসভায় উন্নীত করা হয়েছে।
এদিকে সানা জানিয়েছে, ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সিরিয়ার সামরিক বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ছোট ওই ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়েছে।’
সংস্থাটি এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন তথ্য দেয়নি।
দামেস্কে এএফপি’র এক প্রতিনিধি শনিবার রাতে একটি বিকট আওয়াজ শুনতে পান। এরপর বেশ কয়েকটি অপেক্ষাকৃত ছোট বিস্ফোরণের আওয়াজ পান।
এদিকে ইসলাইল এই ঘটনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।