বাসস দেশ-৭ : ৬৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি

130

বাসস দেশ-৭
সহকারী-সচিব-পদোন্নতি
৬৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সরকার ৬৪ জন প্রশাসনিক বা ব্যক্তিগত কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২০০০- ৫৩০৬০) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে।
বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের এই পদোন্নতি প্রদান করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
উপসচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব-ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd ভিজিট করে দেখা যাবে।
বাসস/সবি/এমএন/১৫৪৬/এমএবি