বাসস ক্রীড়া-১১ : এশিয়া কাপে সবচেয়ে বড় ব্যবধানে হার শ্রীলংকার

119

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-এশিয়া কাপ
এশিয়া কাপে সবচেয়ে বড় ব্যবধানে হার শ্রীলংকার
দুবাই, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের ইতিহাসে রান বিবেচনায় সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড গড়লো শ্রীলংকা ক্রিকেট দল। দুবাইয়ে গত রাতে ১৪তম আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয় শ্রীলংকা। যা টুর্নামেন্ট ইতিহাসে রান বিবেচনায় শ্রীলংকার জন্য সবচেয়ে বড় পরাজয়।
চলমান আসরের আগে এশিয়া কাপে শ্রীলংকার সবচেয়ে বড় ব্যবধানে হার ছিলো ৮১ রানের। ১৯৮৬ আসরে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরেছিলো লংকানরা।
বাংলাদেশের কাছে এত বড় ব্যবধানে হেরে আরও একটি কষ্টের রেকর্ডের স্বাক্ষী হয়েছে শ্রীলংকা। কাগজে কলমে এশিয়ার সেরা তিন দল হলো- ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। এদের মধ্যে গতকালই সবচেয়ে বড় ব্যবধানে হারের স্বাদ নিলো শ্রীলংকা।
বাসস/এএমটি/১৫১৫/স্বব