বাসস ক্রীড়া-৯ : তামিম-মিথুনের প্রশংসা করলেন মাশরাফি, মুশফিক

119

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-এশিয়া কাপ
তামিম-মিথুনের প্রশংসা করলেন মাশরাফি, মুশফিক
দুবাই, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ উড়ন্ত সূচনা করেছে। শ্রীলংকাকে ১৩৭ রানের ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচে মুশফিকুর রহিম ১৪৪ ও মোহাম্মদ মিথুন ৬৩ রানের দুর্দান্ত দু’টি ইনিংস খেলেন।
তবে পুরো ম্যাচের স্পটলাইট গিয়ে পড়লো বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের উপর। কারণ বাঁ-হাতে কব্জিতে ব্যাথা পেয়ে ম্যাচের দ্বিতীয় ওভারে মাঠ ছাড়েন তিনি। এরপর আবার শেষ ব্যাটসম্যান হিসেবে ৪৭তম ওভারে ক্রিজে আসেন সেঞ্চুরি তুলে উইকেটে সেট হয়ে যাওয়া মুশফিককে সঙ্গ দিতে। শেষ উইকেটে এক হাতে মাত্র এক বল মোকাবেলা করেন তামিম। আর ঐ উইকেটে মুশফিক-তামিম ৩২ রান যোগ করেন। এতে ২৬১ রানের লড়াকু স্কোর পায় বাংলাদেশ।
তাই তামিমের এমন কর্মে অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব। বাদ পড়েননি তামিমের সতীর্থরাও। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তামিমের প্রশংসা করলেন অধিনায়ক মাশরাফি ও মুশফিক। ম্যাশ বলেন, ‘তামিম যা করেছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ সারাজীবন তার এই অসীম সাহসিকতার কথা মনে রাখবে।’
মুশফিক বলেন, ‘দ্বিতীয় দফায় যখনই তামিমকে দেখলাম ব্যাট হাতে নামতে, তখনই আমার সাহস বেড়ে যায়। মনে মনে নিজের লক্ষ্য ঠিক করি। তামিমের জন্য এবং দেশের জন্য কিছু করে দেখাতে হবে আমাকে।’
তবে ম্যাচ জিতলেও নিজেদের পারফরমেন্সে আরও উন্নতি চান মাশরাফি। তিনি বলেন, ‘সিনিয়ররা যেভাবে পারফর্ম করছে এটা বেশ উৎসাহব্যঞ্জক। আমি মনে করি আমাদের আরও উন্নতির সুযোগ আছে। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, এটা মোটেই ভালো ছিলো না। এ বিষয়ে আমাদের আরও উন্নতি করতে হবে। মিথুন খুবই ভালোভাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ভালো ইনিংস খেলেছে। কিন্তু সে ভুল সময়ে আউট হয়েছে এবং সে আউট না হলে আমরা ২৮০-২৯০ রানের সংগ্রহ পেতাম।’
মাশরাফির মত মিথুনের প্রশংসা করেছেন মুশফিকও। তিনি বলেন, ‘মিথুন খুব ভালো ব্যাটিং করেছে। উইকেট ভালো ছিল। শুরুতে আমরা চাপে ছিলাম। চাপের মধ্যে সে অসাধারণ ইনিংস খেলেছে। ক্রিজে আসার পর আমার ওপর থেকে সম্পূর্ণ চাপটা সরিয়ে নিয়েছিল মিঠুন। এতে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিলো।’
ক্যারিয়ারে অনেক ম্যাচে ভাল করলেও শ্রীলংকার বিপক্ষে এই ইনিংসটাকে ক্যারিয়ারের সেরা বলছেন মুশফিক, ‘সম্ভবত এটাই আমার সেরা ব্যাটিং। কারণ, এ ম্যাচে শট খেলা এবং উইকেটে দৌঁড়ে রান করাটা কঠিন ছিলো।’
বাসস/এএমটি/১৫১০/স্বব