সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন

308

জয়পুরহাট, ২৪ এপ্রিল, ২০১৮ (বাসস) : সকল ক্ষেত্রে দুর্নীতি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইনের বাস্তবায়ন দরকার, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন।
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচী নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মোকাম্মেল হক। প্রধান অতিথি তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সেই জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শরিফুন্নেসা, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রজিবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সহকারি কমিশনার (আইসটি) ভুপালী সরকার, তথ্য কমিশনের সহকারি পরিচালক সালাহ উদ্দিন প্রমূখ। জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি), সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য জেলার পাঁচ উপজেলাতেই পর্যায় ক্রমে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচী হাতে নিয়েছে তথ্য কমিশন। আগামী ২৬ এপ্রিল অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচী শেষ হবে।