বাসস ক্রীড়া-১৭ : সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের রোল অব অনার

660

বাসস ক্রীড়া-১৭
ফুটবল-সাফ-রোল অব অনার
সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের রোল অব অনার
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সাফ চ্যাম্পিয়নশীপের ইতিহাসে সর্বাধিক ৭বার চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ টানা তিনবারও চ্যাম্পিয়ন হয়েছিল তারা । কিন্তু এবারের ফাইনালে আজ মালদ্বীপের কাছে হেরে অস্টম বারের শিরোপা জয় করা হলনা উপমহাদেশের পরাশক্তিদের। আজকের এই জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপার মালিক বনে গেল মালদ্বীপ। তাদের সংগ্রহ শালায় জমা পড়েছে দুটি শিরোপা। এছাড়া টুর্নামেন্টে একটি করে শিরোপা লাভ করেছে বাংলাদেশ, শ্রীলংকা এবং সাফ থেকে বেরিয়ে যাওয়া আফগানিস্তান।
রোল অব অনার:
সাল চ্যাম্পিয়ন রানার আপ ভেন্যু
১৯৯৩ ভারত পাকিস্তান লাহোর
১৯৯৫ শ্রীলংকা ভারত কলোম্বো
১৯৯৭ ভারত মালদ্বীপ কাঠমান্ডু
১৯৯৯ ভারত বাংলাদেশ মারগাও(ভারত)
২০০৩ বাংলাদেশ মালদ্বীপ ঢাকা
২০০৫ ভারত বাংলাদেশ করাচি
২০০৮ মালদ্বীপ ভারত মালে/কলোম্বো
২০০৯ ভারত মালদ্বীপ ঢাকা
২০১১ ভারত আফগানিস্তান নায়া দিল্লি
২০১৩ আফগানিস্তান ভারত কাঠমান্ডু
২০১৫ ভারত আফগানিস্তান কেরালা
২০১৮ মালদ্বীপ ভারত ঢাকা
বাসস/এএসজি/এমএইচসি/২১৫৫/স্বব