খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে প্রতি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করছে সরকার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

359

চাঁদপুর, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গ্রামাঞ্চলে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করতে সরকার প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে অনেক উপজেলায় স্টেডিয়াম নির্মাণ শেষ হয়েছে।
আজ মতলব দক্ষিণ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল প্রতিযোগিতা (অনুর্ধ-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে মতলব নিউ হোস্টেল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মতলব পৌরসভা ও নায়ের গাঁও দক্ষিণ ইউনিয়নের মধ্যে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খেলাধুলা সুষ্ঠু শারীরিক ও মাসনিক বিকাশ এবং সামাজিক সৌহার্দ বৃদ্ধিতে সহায়তা করে।
তিনি বলেন, খেলাধুলায় নিবিষ্ট থাকলে তরুণরা বিপদগামীতা হতে দূরে থাকবে। মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন।