টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

334

দুবাই, ১৫ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ।
দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস ভাগ্যে জয় পান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ একাদশ : অধিনায়ক মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকার একাদশ : অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ, উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গ লাকামাল, আমিলা আপোনসো ও দিলরুয়ান পেরেরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। ৩৬টি ম্যাচ জিতেছে লংকানরা। বাংলাদেশের জয় ৬টিতে।