প্রথমবারের মত প্রিমিয়ার লিগে ভিএআর’র পরীক্ষামূলক ব্যবহার শুরু হচ্ছে

333

লন্ডন, ১৫ সেপ্টেম্বর (বাসস) : চলতি সপ্তাহে প্রথমবারের মত ভিডিও এসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে যাচ্ছে প্রিমিয়ার লিগ।
ইউরোপ জুড়ে বিভিন্ন বড় লিগগুলোতে ইতোমধ্যেই নতুন এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। রাশিয়া বিশ^কাপেও ভিএরআর ব্যবহৃত হয়েছে। গত মৌসুমে ইংল্যান্ডেও ব্যবহৃত হয়েছে ভিএআর। এফএ কাপে ক্রিস্টাল প্যালেস ও ব্রাইটনের ম্যাচে এই প্রযুক্তি সফলতার সাথে ব্যবহার করা হয়। এরপর থেকে এফএ কাপে নিয়মিত ভাবে ভিএআর ব্যবহার করা হয়। এপ্রিলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ২০১৮-১৮ মৌসুমের জন্য ভিএআর ব্যবহারের জন্য ভোট দেয়। এর আগে মার্চে গণমাধ্যমের সূত্রমতে জানা গিয়েছিল এবারের মৌসুমে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। আর সেই রিপোর্টই সত্য প্রমানিত হলো। তবে সব ম্যাচে আপাতত এটি ব্যবহৃত হবে না। শুধুমাত্র বিকেলের ম্যাচগুলোতে ভিএআর প্রযুক্তির সহায়তা নেয়া হবে।
এক্ষেত্রে ম্যাচ অফিসিয়ালদের সাথে কোন ধরনের যোগাযোগ করা হবে না। শুধুমাত্র গোল, পেনাল্টির সিদ্ধান্ত, সরাসরি লাল কার্ড ও কোন ধরনের বড় ভুলের ক্ষেত্রে এই প্রযুক্তি চালু করা হবে।