বাসস ক্রীড়া-১১ : বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল : ঢাকার নবাবগঞ্জসহ কয়েকটি উপজেলায় ফাইনাল অনুষ্ঠিত

312

বাসস ক্রীড়া-১১
ফুটবল-বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল : ঢাকার নবাবগঞ্জসহ কয়েকটি উপজেলায় ফাইনাল অনুষ্ঠিত
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : দেশে মান সম্মত ফুটবলার তৈরীর লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭)’ উপজেলা পর্যায়ের খেলা চলছে। শেষ পর্যায়ে রয়েছে আন্তঃ ইউনিয়নে খেলা। এরই মধ্যে শেষ হয়েছে বেশ কিছু উপজেলার ফাইনাল। আজ (শুক্রবার) ঢাকা জেলার নবাবগঞ্জসহ কয়েকটি উপজেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে জৈন্তা ইউনিয়ন। ফাইনালে শেল্লা ইউনিয়নকে ১-০ গোলে হারায় তারা।
অন্যদিকে, নাটোরের সদর উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিঘাপতি ইউনিয়ন। ফাইনালে হালশা ইউনিয়নকে বিপক্ষে ২-১ গোলে জিতে শিরোপা উৎসব করে দলটি।
এ ছাড়া বেশ কিছু উপজেলায় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলার সদর উপজেলায় প্রথম সেমিফাইনাল ম্যাচে রায়পাশা কড়াপুর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চরবাড়িয়া ইউনিয়ন। অপর সেমির লড়াইয়ে ফয়সাল ইসলামের হ্যাটট্রিকে জাগুয়া ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলে জিতে ফাইনালে উঠেছে চন্দ্র মোহন ইউনিয়ন।
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় রাধানগর ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আলীনগর ইউনিয়ন।
আন্তঃ ইউনিয়ন থেকে বাছাই কৃত সেরা ফুটবলারদের নিয়ে গঠিত হবে উপজেলা দল। দলগুলোর অংশ গ্রহণে আগামী ১৬ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে জেলা পর্যায়ের খেলা।
বাসস/১৯২৫/স্বব