শুরু হলো ওয়ালটন বধির টি-২০ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ

580

ঢাকা, ১৪ সেপ্টেম্বর. ২০১৮ (বাসস) : বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এবং ওয়ানলটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হয়েছে ‘ওয়ালটন বধির টি-২০ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ২০১৮’।
আজ (শুক্রবার) সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বধির ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম। এ সময় তিনি বলেন, ক্রিকেট এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। নানা বাধা-বিঘœ পেড়িয়ে বধিররা ক্রিকেট খেলছে। এজন্য আমি তিন দেশের বধির ক্রিকেটারদের ধন্যবাদ জানাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ, বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন খান, সেক্রেটারি গাজী কামরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দলের কোচ, ম্যানেজার ও সমন্বয়ক আনিসুল ইসলাম নিপু।