সারা দেশে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সংখ্যা ৪ হাজার ১০১টি : মোস্তাফা জব্বার

693

সংসদ ভবন, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় চলতি অর্থবছর পর্যন্ত স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সংখ্যা দাঁড়াবে ৪ হাজার ১০১টি ।
আজ সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মোস্তাফা জব্বার বলেন, পর্যাক্রমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ২শ’টি, ২০১৬-২০১৭ অর্থবছরে ৯শ’টি এবং ২০১৫-২০১৬ অর্থবছরে ২০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।
সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর অপর এক প্রশ্নের জবাবে মোস্তাফা জাব্বার বলেন, বর্তমানে ডাক বিভাগে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১২ হাজার ৪০৪জন এবং অবিভাগীয় কর্মচারীর সংখ্যা ২৩ হাজার ২১জন। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অস্থায়ী পোস্ট মাস্টার ও পিয়নগণ বাংলাদেশের ডাক বিভাগের এজেন্ট বা অবিভাগীয় কর্মচারী। তাদের স্থায়ী করার কোন সুযোগ নেই।
বাসস/এমএআর/২০৩৫/বেউ/-আসচৌ