সাংবাদিক-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা প্রদান করায় প্রধানমন্ত্রীকে বাসস ইউনিটের অভিনন্দন

173

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সংবাদপত্র শিল্পে সাংবাদিক-কর্মচারীদের জন্য ৪৫ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বাসস ইউনিট আজ আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বোর্ড রুমে ইউনিট প্রধান সাজ্জাদ হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভায় এই অভিনন্দন জানানো হয়।
সভায় বক্তারা, নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এছাড়া বক্তারা, ওভার টাইম, নাইট অ্যালাউন্স ও মেডিকেল বিল সহ বাসস-এর যাবতীয় বকেয়া বিল প্রদানের জোর দাবি জানান।
সভায় বক্তৃতা করেন- বিএফইউজের কার্যনির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল, নূরে জান্নাত আখতার সীমা, প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, সাবেক ইউনিট চিফ আশেকুন্নবী চৌধুরী, সাবেক ডেপুটি ইউনিট চিফ রুহুল গণি সরকার জ্যোতি, বার্তা সম্পাদক আইয়ূব ভূঁইয়া, উপ-প্রধান প্রতিবেদক কানাই চক্রবর্তী, মাহমুদুল হাসান রাজু, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সভাপতি কেএম শহীদুল হক, সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান জিতু ও আশরাফুল হক (জুয়েল), মাজহারুল আনোয়ার খান শিপু, প্রদ্যোত শ্রী বড়ুয়া, সেলিনা শিউলী, শামিমা ইয়াসমিন, ঈহীতা জলিল প্রমুখ।
সভা পরিচালনা করেন ডেপুটি ইউনিট চিফ কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)।